ম্যানচেস্টার সিটির নতুন অধিনায়ক দাভিদ সিলভা

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির নতুন অধিনায়ক করা হয়েছে দাভিদ সিলভাকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2019, 04:29 PM
Updated : 9 August 2019, 04:29 PM

দলটির কোচ পেপ গুয়ার্দিওলা অধিনায়ক হিসেবে অভিজ্ঞ এই স্প্যানিশ মিডফিল্ডারের নাম ঘোষণা করেন। সিটিতে ৩৩ বছর বয়সী সিলভার এটাই শেষ মৌসুম। অধিনায়ক নির্বাচনের জন্য দলের মধ্যে হওয়া এক ভোটাভুটিতে সবচেয়ে বেশি ভোট পান তিনি।

গত মৌসুম শেষে ক্লাব ছাড়েন আগের অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। সিটির বেশিরভাগ প্রাক-মৌসুম ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন সিলভা। গত রোববার লিভারপুলকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এফএ কমিউনিটি শিল্ড জয়ের ম্যাচেও অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু অনুশীলনে ফেরার পর পুরো দলের অংশগ্রহণে একটি সিদ্ধান্ত নিতে চাইছিলেন গুয়ার্দিওলা।

ফের্নান্দিনিয়ো, কেভিন ডে ব্রুইনে ও সের্হিও আগুয়েরোও নেতৃত্বের দায়িত্ব পালন করা গ্রুপের অংশ হবেন বলেও জানান গুয়ার্দিওলা।

“দাভিদ সিলভা আমাদের অধিনায়ক হবে। এখানে সে ১০ বছর ধরে আছে। সে ক্লাবটাকে জানে, প্রিমিয়ার লিগটাকে জানে। তার প্রতি সতীর্থদের দারুণ শ্রদ্ধা আছে।”

“যে সিদ্ধান্ত নেওয়া হলো তা ক্লাবের জন্যে সবচেয়ে ভালো। সে একজন ভালো অধিনায়ক হবে।”