ইউভেন্তুস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে কানসেলো

ইউভেন্তুস থেকে ডিফেন্ডার জোয়াও কানসেলোকে দলে টেনেছে ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2019, 08:45 PM
Updated : 7 August 2019, 08:49 PM

২৫ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে ছয় বছরের চুক্তি করেছে সিটি। ইংলিশ ক্লাবটিতে ২০২৫ সালের জুন পর্যন্ত খেলবেন কানসেলো। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পর্তুগিজ রাইট-ব্যাককে কিনতে ছয় কোটি পাউন্ড খরচ হয়েছে সিটির।

রক্ষণের পাশাপাশি উইঙ্গার হিসেবেও খেলতে পারা কানসেলো গত বছর ভালেন্সিয়া থেকে সাড়ে তিন কোটি পাউন্ডে ইউভেন্তুসে যোগ দিয়েছিলেন। জুন মাসে উয়েফা নেশন্স লিগ জয়ী পর্তুগাল দলের সদস্য ছিলেন তিনি, যদিও কোনো ম্যাচ খেলেননি।

চুক্তির অংশ হিসেবে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো তিন কোটি ৪১ লাখ পাউন্ডে যোগ দিয়েছেন ইউভেন্তুসে। ২৮ বছর বয়সী এই ফুল-ব্যাক পাঁচ বছরের চুক্তিতে তুরিনের ক্লাবটিতে যোগ দিয়েছেন।

২০১৭ সালে রিয়াল মাদ্রিদ থেকে দুই কোটি ৬৫ লাখ পাউন্ডে সিটিতে যোগ দেওয়া দানিলো দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৬০ ম্যাচ।