রিয়াল বেতিস থেকে বার্সায় স্প্যানিশ ডিফেন্ডার জুনিয়র

রিয়াল বেতিস থেকে তরুণ স্প্যানিশ ডিফেন্ডার জুনিয়র ফিরপোকে দলে টেনেছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2019, 02:02 PM
Updated : 4 August 2019, 02:02 PM

রোববার এই চুক্তির তথ্য নিশ্চিত করে কাতালান দলটি। বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন এই লেফট-ব্যাক।

জুনিয়র নামে বেশি পরিচিত ২২ বছর বয়সী এই খেলোয়াড়কে দলে নিতে লা লিগা চ্যাম্পিয়নদের ৩ কোটি ইউরো পর্যন্ত খরচ হতে পারে। প্রাথমিকভাবে বার্সেলোনাকে ১ কোটি ৮০ লাখ ইউরো দিতে হবে। পরবর্তীতে আরও ১ কোটি ২০ লাখ ইউরো দিতে হতে পারে।

জুনিয়র চলতি গ্রীষ্মকালীন দল-বদলে কাম্প নউয়ে যোগ দেওয়া চতুর্থ খেলোয়াড়। এর আগে ফ্রেংকি ডি ইয়ং, অঁতোয়ান গ্রিজমান ও নেতোকে দলে নেয় বার্সেলোনা।

২০১৪ সালে বেতিসে যোগ দেন জুনিয়র। ২০১৮ সালে ক্লাবের মূল দলে অভিষেক হয় তার।