বায়ার্নকে হারিয়ে জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন ডর্টমুন্ড

বায়ার্ন মিউনিখকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2019, 10:40 PM
Updated : 3 August 2019, 10:40 PM

ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে শনিবার রাতে ২-০ গোলে জিতে স্বাগতিকরা।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ডর্টমুন্ড। ৪৮তম মিনিটে সতীর্থের পাস পেয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে নিচু শটে পোস্ট ঘেঁষে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড পাকো আলকাসের।

প্রথম গোলে অবদান রাখা জেডন স্যানচো ৬৯তম মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন। ডান দিক দিয়ে ছুটে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন ইংলিশ এই মিডফিল্ডার।

বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন ও জার্মান কাপ জয়ীর মধ্যে মৌসুমের শুরুতে এক ম্যাচের প্রতিযোগিতাটি হয়। তবে গত মৌসুমে বুন্ডেসলিগা ও কাপে বায়ার্ন চ্যাম্পিয়ন হওয়ায় লিগ রানার্সআপ হিসেবে সুপার কাপে সুযোগ পায় ডর্টমুন্ড। এই নিয়ে প্রতিযোগিতাটিতে দ্বিতীয় সর্বোচ্চ ষষ্ঠবার চ্যাম্পিয়ন হলো ডর্টমুন্ড।