রেকর্ড ট্রান্সফার ফিতে ম্যানইউয়ে ম্যাগুইয়ার

লেস্টার সিটি ছেড়ে বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন হ্যারি ম্যাগুইয়ার। ইংল্যান্ড জাতীয় দলের এই খেলোয়াড়ের দলবদলের বিষয়ে দুই ক্লাবের সমঝোতা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2019, 04:21 PM
Updated : 3 August 2019, 05:30 PM

জাতীয় দলের হয়ে ২০টি ম্যাচ খেলা ম্যাগুইয়ারকে দলে আনতে ইউনাইটেডের খরচ হবে ৮ কোটি পাউন্ড। একজন ডিফেন্ডারের জন্য এই ট্রান্সফার ফি হবে বিশ্ব রেকর্ড। ২০১৮ সালের জানুয়ারিতে সাড়ে সাত কোটি পাউন্ড খরচ করে সাউথ্যাম্পটন থেকে ডাচ ডিফেন্ডার ভার্জিল ভন ডাইককে দলে নিয়েছিল লিভারপুল। সেটাই ছিল এত দিন ডিফেন্ডারদের ট্রান্সফার ফির রেকর্ড।

২০১৭ সালে হাল সিটি থেকে লেস্টারে যোগ দেওয়ার পর দলটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ৬৯টি ম্যাচ খেলেছেন ম্যাগুইয়ার।

চলতি গ্রীষ্মকালীন দল-বদলে ২৬ বছর বয়সী ম্যাগুইয়ার হবেন ইউনাইটেডে যোগ দেওয়া তৃতীয় খেলোয়াড়। এর আগে ক্রিস্টাল প্যালেস থেকে অ্যারন ওয়ান-বিসসাকা ও সোয়ানসি সিটি থেকে ড্যানিয়েল জেমসকে নেয় উলে গুনার সুলশারের দল।