রেনকে হারিয়ে ফরাসি সুপার কাপ পিএসজির

রেনের বিপক্ষে ম্যাচের শুরুর দিকে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপে ও আনহেল দি মারিয়ার গোলে ফরাসি সুপার কাপের শিরোপা জিতেছে পিএসজি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2019, 01:40 PM
Updated : 3 August 2019, 02:16 PM

চীনের শেনচেনে শনিবার রেনকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতে পিএসজি। গত এপ্রিলে ফরাসি কাপে এই রেনের কাছেই টাইব্রেকারে হেরেছিল প্যারিসের ক্লাবটি।

ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণে এগিয়ে থাকা পিএসজি ত্রয়োদশ মিনিটে গোল খেয়ে বসে। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে টোকা দিয়ে বল জালে পাঠান ফরাসি মিডফিল্ডার আদ্রিয়াঁ।

৫৭তম মিনিটে এমবাপের গোলে সমতায় ফেরে পিএসজি। জার্মান ডিফেন্ডার টিলো কেরারের ছোট করে বাড়ানো বল কাছ থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ফরাসি এই ফরোয়ার্ড।

আর ৭৩তম মিনিটে দারুণ ফ্রি কিকে জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল দি মারিয়া।

লিগ ওয়ান চ্যাম্পিয়ন ও ফরাসি কাপ জয়ীর মধ্যে মৌসুমের শুরুতে হওয়া এক ম্যাচের প্রতিযোগিতায় এই নিয়ে টানা সপ্তমবার চ্যাম্পিয়ন হলো পিএসজি। একই সঙ্গে সর্বোচ্চ নয়বার শিরোপাটি জয়ের রেকর্ড গড়লো দলটি। গত বছর লিওঁর রেকর্ড ছুঁয়েছিল তারা।