পিএসজি ছেড়ে সাও পাওলোতে আলভেস

ব্রাজিলের অধিনায়ক দানি আলভেস ফ্রি ট্রান্সফারে নিজ দেশের ক্লাব সাও পাওলোতে যোগ দিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2019, 09:53 AM
Updated : 2 August 2019, 09:53 AM

গত জুন মাসে কোপা আমেরিকা চলার সময় পিএসজি ছাড়ার কথা জানান ৩৬ বছর বয়সী এই রাইট ব্যাক। সাও পাওলোর সঙ্গে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি করেছেন আলভেস।
 
একমাত্র ফুটবলার হিসেবে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৪০টি শিরোপা জিতেছেন আলভেস। ২০০২ সালের পর ব্রাজিলের ক্লাব ফুটবলে আর খেলেননি তিনি। তাকে দলে পেয়ে নিজেদের উচ্ছ্বাসের কথা জানিয়েছে সাও পাওলো কর্তৃপক্ষ।
 
সম্প্রতি দেশের মাটিতে কোপা আমেরিকার শিরোপা জেতা ব্রাজিলের অধিনায়ক ছিলেন আলভেস। টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলে হন আসরের সেরা খেলোয়াড়।
 
আলভেস গত ১৭ বছর ধরে খেলেছেন ইউরোপের বিভিন্ন লিগে। পিএসজি, ইউভেন্তুস ও বার্সেলোনার হয়ে নিজের শেষ পাঁচ মৌসুমের প্রতিটিতেই জিতেছেন লিগ শিরোপা।
 
বার্সেলোনার হয়ে ছয়টি লা লিগা, ইউভেন্তুসের হয়ে একটি সেরি আ এবং পিএসজির হয়ে দুটি লিগ ওয়ানের শিরোপা ছাড়াও বার্সেলোনার হয়ে তিনবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতেন আলভেস।