জয় দিয়ে লিগ শেষ আবাহনীর

বসুন্ধরা কিংসের কাছে আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ‍মুকুট হারানো আবাহনী লিমিটেড বড় জয় দিয়ে এবারের আসর শেষ করেছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2019, 03:27 PM
Updated : 29 July 2019, 03:27 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৪-১ গোলে হারায় আবাহনী। দুই দলের প্রথম পর্বের দেখায় ৪-৩ ব্যবধানে জিতেছিল মারিও লেমোসের দল।

পঞ্চম মিনিটে সানডে চিজোবার বাড়ানো বল প্লেসিং শটে জালে জড়িয়ে আবাহনীকে এগিয়ে নেন নাবীব নেওয়াজ জীবন। ৪২তম মিনিটে প্রথম প্রচেষ্টা ফিরে আসার পর ফিরতি শটে ব্যবধান দ্বিগুণ করেন জাতীয় দলের এই ফরোয়ার্ড। লিগে জীবনের গোল হলো ১৭টি।

৫৭তম মিনিটে জুয়েল রানার পাসে চিজোবার হেডে ব্যবধান আরও বাড়িয়ে নেয় আবাহনী। লিগের সর্বোচ্চ গোলদাতা এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের গোল হলো ২০টি। তিন মিনিট পর শেখ জামাল আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে।

৭১তম মিনিটে সোহেল রানা জোরালো শটে লক্ষ্যভেদ করলে আবাহনীর বড় জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

২৪ ম্যাচে ১৯ জয়, এক ড্র ও চার  হারে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করল আবাহনী। ২৩ ম্যাচে ২৭ পয়েন্ট শেখ জামালের।

সোমবার অন্য ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংকে ২-০ গোলে হারায় আগেই শিরোপা নিশ্চিত করা বসুন্ধরা।

সিলেট জেলা স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-২ ড্রয়ে রুখে দেয় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট পাওয়া শেখ রাসেলের তৃতীয় স্থানে লিগ শেষ করা নিশ্চিত। ২১ পয়েন্ট নিয়ে দশম স্থানে থাকা রহমতগঞ্জের অবনমনের শঙ্কা এখনও পুরোপুরি কাটেনি।