ম্যানচেস্টার সিটিতে যতটা না নেতা হতে পেরেছিলেন, তার চেয়ে বেশি কিছুর প্রত্যাশা নিয়েই চেলসিতে পাড়ি দিয়েছেন স্টার্লিং।
রোববার আইওয়াতে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপে এই কীর্তি গড়েন মুহামাদ। ২০০৩ সালে ৫২ দশমিক ৩৪ সেকেন্ডে আগের রেকর্ডটি গড়েছিলেন রাশিয়ার ইউলিয়া পেচোঙ্কিনা।
এই ইভেন্টে প্রথম মার্কিন অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সোনা জেতা মুহামাদের এর আগে ব্যক্তিগত সেরা টাইমিং ছিল ৫২ দশমিক ৬৪ সেকেন্ড।