মোহামেডানকে হারাল মুক্তিযোদ্ধা সংসদ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2019 09:27 PM BdST Updated: 28 Jul 2019 09:27 PM BdST
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ঘুরে দাঁড়ালেও শেষ রক্ষা হয়নি মোহামেডান স্পোর্টিংয়ের। তাদেরকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সপ্তম স্থানে উঠে এসেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার দ্বিতীয় পর্বের ম্যাচে ২-১ গোলে জিতে মুক্তিযোদ্ধা সংসদ। প্রথম পর্বে দুই দল ১-১ ড্র করেছিল।
তিন ম্যাচ অজেয় থাকার স্বস্তি নিয়ে খেলতে নামা মোহামেডানকে ম্যাচে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। একাদশ মিনিটে মেহেদী হাসান রয়েলের শট ক্রসবার ছুঁয়ে পোস্টে লাগার পর গোললাইন থেকে পাপ্পু হোসেন ফেরালো বেঁচে যায় দলটি।
শেষ দিকের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মুক্তিযোদ্ধা সংসদ। ৮১তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে তরিকুল ইসলামের ব্যাক পাস থেকে পাওয়া বল জোরালো শটে জালে জড়িয়ে দেন বদলি ডিফেন্ডার হাবিবুর রহমান নোলক। ৯০তম মিনিটে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন কোত দি ভয়ার ফরোয়ার্ড বালো ফামুসা।
যোগ করা সময়ে মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতের গোল মোহামেডানের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
২৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে মুক্তিযোদ্ধা সংসদ। ২৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে মোহামেডান।
দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে অবনমন এড়ানোর আশা বাঁচিয়ে রেখেছে জিতেছে নোফেল স্পোর্টিং ক্লাব। ২৩ ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে তারা। ২২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে নেমে গেছে ব্রাদার্স ইউনিয়ন।
-
৬ মাস পেছাল আফ্রিকান নেশন্স কাপ
-
'গালতিয়ে পিএসজির কোচ হলে সবার জন্যই ভালো হবে'
-
এমবাপেকে আমরা শূলে চড়াতে পারি না: মদ্রিচ
-
৮ গোলের ম্যাচে শেখ রাসেলের জয়
-
উদ্দ্বীপ্ত সাইফ স্পোর্টিংয়ে ধরাশায়ী আবাহনী
-
ওতাবেকের জোড়া গোলে জয়ে ফিরল শেখ জামাল
-
‘ডি ইয়ংকে বিক্রির ইচ্ছা নেই বার্সার’
-
সেভিয়া-বার্সার পাঠ চুকিয়ে 'ঘরে ফিরলেন' লুক ডি ইয়ং
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে