অবনমন এড়ানোর আশা বাঁচিয়ে রাখল নোফেল
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2019 07:09 PM BdST Updated: 28 Jul 2019 08:00 PM BdST
বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে অবনমন এড়ানোর আশা বাঁচিয়ে রেখেছে নোফেল স্পোর্টিং ক্লাব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ১-০ গোলে জিতেছে নোফেল। প্রথম পর্বে চট্টগ্রামের দলটির কাছে ৩-০ গোলে হেরেছিল তারা।
প্রথমার্ধে দুই দলের খেলায় গতি থাকলেও কেউ কাঙ্ক্ষিত গোল পায়নি। প্রথমার্ধের শেষ দিকে গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরার চিপ শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে গেলে ভালো একটি সুযোগ নষ্ট হয় নোফেলের।
দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় নোফেল। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা জমির উদ্দিনের বাড়ানো ক্রস গোলমুখ থেকে আলতো টোকায় জালে জড়িয়ে দেন ফরহাদ মনা। এ গোলেই তিন পয়েন্ট নিশ্চিত হয় নবাগত নোফেলের।
২৩ ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে নোফেল। ২২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে নেমে গেছে ব্রাদার্স ইউনিয়ন।
লিগে নবম হারের স্বাদ পাওয়া চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ২৪।
১৩ দলের লিগ থেকে এবার দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নেমে যাবে দুটি দল। ২২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আগেই অবনমন নিশ্চিত হয়ে গেছে টিম বিজেএমসির।
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)