বিশ্ব সাঁতারে নিজেদের ছাড়াতে পারেনি বাংলাদেশের সাঁতারুরা

বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ্সে কোনো ইভেন্টেই নিজেদের ছাড়িয়ে যেতে পারেননি বাংলাদেশের তিন সাঁতারু। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2019, 11:22 AM
Updated : 27 July 2019, 11:22 AM

দক্ষিণ কোরিয়ার গুয়াঞ্জুতে শনিবার বাংলাদেশের সাঁতারুদের জন্য শেষ দিনে জুয়েল আহমেদ ও জুনাইনা আহমেদ পারেননি গত জাতীয় চ্যাম্পিয়নশিপে গড়া নিজেদের সেরা টাইমিং ছাপিয়ে যেতে।
 
শনিবার মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে ৩০ দশমিক ৯৬ সেকেন্ড সময় নিয়ে ১০০ প্রতিযোগীর মধ্যে ৮৬তম হন জুনাইনা। ইংল্যান্ড প্রবাসী এই সাঁতারু গত জাতীয় চ্যাম্পিয়নশিপে ২৯ দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে এ ইভেন্টে সেরা হয়েছিলেন।
 
হিট পেরিয়ে সেমি-ফাইনালে ওঠা ১৬ প্রতিযোগীর মধ্যে সর্বশেষ জনের টাইমিং ২৫ দশমিক ০৭ সেকেন্ড।
 
ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৯ দশমিক ৩৩ সেকেন্ড সময় নিয়ে ৭৪ প্রতিযোগীর মধ্যে ৬২তম হন জুয়েল। জাতীয় চ্যাম্পিয়নশিপে ২৮ দশমিক ১২ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছিলেন তিনি।
 
এর আগে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ১ মিনিট ৫ সেকেন্ড সময় নিয়ে ৬৩ প্রতিযোগীর মধ্যে ৬২তম হন জাতীয় চ্যাম্পিয়নশিপে পাঁচটি রেকর্ড গড়ে সোনা জেতা জুয়েল। 
 
জাতীয় চ্যাম্পিয়নশিপে তিনটি রেকর্ডসহ পাঁচটি সোনা জেতা আরিফুল ইসলাম ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ১ মিনিট ৭ দশমিক ৭৪ সেকেন্ড সময় নিয়ে ৮৭ প্রতিযোগীর মধ্যে ৭৮তম হন। ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটে ২৪ দশমিক ৯২ সেকেন্ড সময় নিয়ে ১৩০ জনের মধ্যে হন ৯২তম।
 
ইংল্যান্ড প্রবাসী জুনাইনাকে নিয়ে খানিকটা প্রত্যাশা ছিল। কিন্তু জাতীয় চ্যাম্পিয়নশিপে আটটি রেকর্ডসহ নয় ইভেন্টের সোনা জেতা এই সাঁতারু দক্ষিণ কোরিয়ায় নিজের প্রথম ইভেন্ট ২০০ মিটার বাটারফ্লাইয়ের হিটে ২ মিনিট ৩৪ দশমিক ৯৫ সেকেন্ড সময় নিয়ে ৩৩ জনের মধ্যে ৩২তম হয়েছিলেন।