নিয়ন্ত্রণহীন আরেকটি ঘোড়ার ধাক্কায় মারাত্মক আহত হয়েছেন স্প্যানিশ এই ফুটবলার।
মৌসুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বুধবার ইন্টার মিলানের সঙ্গে ইউভেন্তুসের ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ ড্র হয়। টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে মাওরিসিও সাররির দল।
ম্যাচের দশম মিনিটে কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন গত সপ্তাহে সাড়ে সাত কোটি ইউরো ট্রান্সফার ফিতে আয়াক্স ছেড়ে ইউভেন্তুসে যোগ দেওয়া ডিফেন্ডার ডি লিখট।
৬৮তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে পাওয়া ফ্রি-কিকে দলকে সমতায় ফেরান রোনালদো।
নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রতিপক্ষের তিনটি পেনাল্টি শট রুখে দিয়ে দলকে জয় এনে দেন পিএসজিতে এক বছর খেলে চলতি মাসে ইতালিতে ফেরা বুফ্ফন।