অবনমন এড়ানোর লড়াইয়ে রহমতগঞ্জ-ব্রাদার্স ড্র

প্রথম পর্বের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বেও পয়েন্ট ভাগাভাগি করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও ব্রাদার্স ইউনিয়ন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2019, 04:06 PM
Updated : 24 July 2019, 11:43 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স। দুই দল প্রথম পর্বে গোলশূন্য ড্র করেছিল।

২১তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা ল্যান্ডিং ডারবোয়ে ডি-বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে রহমতগঞ্জকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে জেমস মগা দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করে ব্রাদার্সকে সমতায় ফেরান।

৮৮তম মিনিটে গাম্বিয়ার ফরোয়ার্ড ডারবোয়ের গোলে ফের এগিয়ে যায় রহমতগঞ্জ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে সমতা ফেরান মান্নাফ রাব্বী।

দুই দলের অবনমনের শঙ্কা কাটেনি। ২২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে দশম স্থানে আছে রহমতগঞ্জ। ১৮ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে ব্রাদার্স। ১৬ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে নোফেল স্পোর্টিং। এই তিন দলেরই আর দুটি করে ম্যাচ বাকি রয়েছে।

দিনের অন্য ম্যাচে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে নোফেল স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারানো সাইফ স্পোর্টিং ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।