ব্রাজিলের ভালোর জন্য নেইমারের বার্সায় ফেরা চান লুইস

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার পিএসজি থেকে বার্সেলোনাতে ফিরলে দেশের ফুটবলের মঙ্গল দেখছেন তার স্বদেশি ডিফেন্ডার ফিলিপে লুইস। অবশ্য বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের দল-বদল করাটা সহজ হবে না বলেও মনে করেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2019, 04:24 PM
Updated : 22 July 2019, 04:24 PM

চলতি দল-বদলে নেইমার ফরাসি ক্লাব পিএসজি ছাড়তে পারেন বলে বেশ কিছুদিন ধরে সংবাদমাধ্যমের খবর আসছে। গুঞ্জন আছে, বার্সেলোনায় ফিরতে আগ্রহী ২৭ বছর বয়সী তারকা ফরোয়ার্ড। তবে ২০১৭ সালের অগাস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে নাম লেখানো নেইমারের দল-বদল ব্যয়বহুল ও জটিল হবে বলে ধারনা করা হচ্ছে।

এ বছরই আতলেতিকো মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় দল ছেড়েছেন লুইস। নেইমারের দল-বদল নিয়ে রেডিও মার্কাকে নিজের ভাবনার কথা জানান তিনি।

“আমি চাই, সে বার্সেলোনাতে আসুক।”

“নেইমার বার্সেলোনাতে সুখি ছিল। আমি চাই, সে উপভোগ্য সময় কাটাক এবং লিওনেল মেসির পাশে থাকুক।”

“আমি আশা করছি, ব্রাজিলিয়ান ফুটবলের ভালোর জন্য নেইমার বার্সেলোনায় ফেরত যাবে। কিন্তু আমি মনে করি না যে সেটা সহজ হবে।”