ইংলিশ প্রিমিয়ার লিগে গ্রিজমানের পছন্দের দল লিভারপুল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jul 2019 10:20 PM BdST Updated: 22 Jul 2019 10:20 PM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জেতাটা লিভারপুলের প্রাপ্য বলে মনে করেন সম্প্রতি বার্সেলোনায় যোগ দেওয়া অঁতোয়ান গ্রিজমান। ইংল্যান্ডে গেলে স্বদেশি ফরোয়ার্ড আর্সেনালের আলেকসঁদ লাকাজেতের সঙ্গে জুটি বাঁধতে চাইতেন বলেও জানিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।
রিলিজ ক্লজের ১২ কোটি ইউরো পরিশোধ করে চলতি মাসে গ্রিজমানকে আতলেতিকো মাদ্রিদ থেকে দলে টানার কাজ শেষ করে বার্সেলোনা।
২০১৭ সালে একবার গুঞ্জন উঠেছিল ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন গ্রিজমান। সে সময়ে দল-বদলের সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি নিজেও। অবশ্য এখন বলেছেন, স্পেন ছাড়ার ইচ্ছা তার কখনোই ছিল না।
“লা লিগায় আমি অনেক মজা করেছি। আমাদের একটা জিনিস আছে যা প্রিমিয়ার লিগে নেই – সূর্য।”
সমর্থকদের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের পছন্দের দল লিভারপুল বলেও জানান গ্রিজমান।
“তারা প্রিমিয়ার লিগ জেতার যোগ্য। আশা করি ভবিষ্যতে কোনো একটা সময়ে তারা আবার এটা জিতবে।”
ইংলিশ প্রিমিয়ার লিগে কার সঙ্গে জুটি বাঁধতে চান এমন প্রশ্নের উত্তরে আর্সেনালের লাকাজেতের নাম উল্লেখ করেন গ্রিজমান।
“আমি লাকাজেতের সঙ্গে খেলতে চাইব। সে আমার একজন বন্ধু, আমরা জাতীয় দলে একসঙ্গে খেলেছি। দারুণ প্রতিভা সম্পন্ন দুর্দান্ত একজন খেলোয়াড় সে।”
সংবাদ মাধ্যমে খবর, ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে পিএসজি থেকে ফেরাতে পারে বার্সেলোনা। তবে বার্সেলোনা যে এখনও খুব শক্তিশালী তা মনে করিয়ে দিলেন গ্রিজমান।
“আগে তো আমাদের এটা (নেইমারের দলবদল) করতে হবে। কারণ এটা কঠিন একটা দল-বদল।”
“কিন্তু সে একজন অসাধারণ খেলোয়াড়। তার কিছু চোট ছিল। তবে সে অবিশ্বাস্য মানের একজন খেলোয়াড়।”
“এছাড়াও আমাদের উসমান দেম্বেলে, ফিলিপে কৌতিনিয়ো ও মালকম আছে। এরাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আর আশা করা যায়, আমরা তাদের নিয়ে অসাধারণ সব অর্জন করতে পারব।”
-
শিয়াওতেকের ৩৭ ম্যাচের রেকর্ড যাত্রা থামালেন কহনে
-
চলে গেলেন গোলকিপিং গ্রেট ও ক্রিকেটার গোরাম
-
‘বাংলাদেশ-ইরাক ম্যাচ বাস্তবায়নযোগ্য কিনা ভাবতে হবে’
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি সালাউদ্দিন
-
কিংসকে রুখে দিল মোহামেডান
-
ইউনাইটেড থেকে ফরেস্টে হেন্ডারসন
-
রোমা থেকে ইন্টারে মিখিতারিয়ান
-
সাবেক ডাচ ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ঝড়ের আভাস দিয়ে বিদায় নিলেন এনামুল
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- মুকুল বোস মারা গেছেন
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন