দ্রুত রিয়াল ছাড়ছেন বেল: জিদান

রিয়াল মাদ্রিদে গ্যারেথ বেলের সময় ফুরিয়ে যাওয়াটা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে জিনেদিন জিদানের মন্তব্যে। দলটির কোচ জানিয়েছেন, এই গ্রীষ্মে ওয়েলসের ফরোয়ার্ডের ট্রান্সফার নিয়ে কাজ করছে ক্লাব কর্তৃপক্ষ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2019, 08:35 AM
Updated : 21 July 2019, 08:35 AM

শনিবার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচে বেলকে খেলাননি জিদান। ম্যাচের পর ৩০ বছর বয়সী ওয়েলস ফরোয়ার্ডের না খেলা নিয়ে ওঠা প্রশ্নের উত্তরে রিয়াল কোচ জানান বেলকে দলে প্রয়োজনের অতিরিক্ত অনুভব করছেন তিনি।

“বেল খেলেনি কারণ সে চলে যাওয়ার খুব কাছাকাছি আছে। আমরা আশা করি, সে দ্রুতই চলে যাবে। এটা সবার জন্য সবচেয়ে ভালো হবে। তাকে নতুন দলে পাঠানোর জন্য আমরা কাজ করছি।”

“একটা সময় আসে, যখন বিষয়গুলো শেষ হয়ে যায়; কেননা সেটা হতেই হয়। আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরকে বদলাতে হবে।”

“এই চলে যাওয়াটা কোচের সিদ্ধান্ত এবং খেলোয়াড়ের সিদ্ধান্তও, যে নিজেও পরিস্থিতিটা জানে।”

“পরিস্থিতি বদলাবে। আমি জানি না এটা ২৪ বা ৪৮ ঘণ্টার মধ্যে কিনা কিন্তু বদলাবে। এটা সবার জন্যই ভালো।”

সূত্রগুলো ইএসপিএনকে নিশ্চিত করেছে, বেলকে আনার ব্যাপারে ম্যানচেস্টার ইউনাইটেড জোর চেষ্টা করছে না। মঙ্গলবার স্পেনের দৈনিক মার্কা জানায়, বেলের সাবেক ক্লাব টটেনহ্যাম হটস্পার তাকে ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছে।

২০২২ সালে পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ বেল গত মৌসুমে দলের হয়ে ৪২ ম্যাচ খেলেন। এর মধ্যে ২১ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। চোট সমস্যায় গত চার মৌসুমে লা লিগায় সম্ভাব্য ১৫১ ম্যাচের মধ্যে মাত্র ৭৯টি ম্যাচ খেলতে পারেন তিনি।