আয়াক্স থেকে ইউভেন্তুসে ডি লিখট

আয়াক্স থেকে তরুণ ডিফেন্ডার মাটাইস ডি লিখটকে সাড়ে সাত কোটি ইউরো ট্রান্সফার ফিতে দলে টেনেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2019, 09:42 AM
Updated : 18 July 2019, 10:30 AM

ডাচ এই ডিফেন্ডারের বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত পাঁচ বছরের চুক্তিতে সেরি আর ক্লাবটিতে যোগ দিলেন ১৯ বছর বয়সী এই সেন্টার ব্যাক।

২০১৬ সালে আয়াক্সের হয়ে অভিষিক্ত ডি লিখট ২০১৮ সালের মার্চে দলটির সর্বকনিষ্ঠ অধিনায়ক নির্বাচিত হন। গত মৌসুমে দলটিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

আয়াক্সের হয়ে ৭৭ লিগ ম্যাচে আট গোল করেছেন ডি লিখট। গত মৌসুমে জিতেছেন ডাচ ঘরোয়া লিগ ও কাপ। ২০১৭ সালে ইউরোপা লিগের ফাইনালেও উঠেছিল দলটি। গত মৌসুমে ইউভেন্তুসের বিপক্ষে তার জয়সূচক গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠেছিল নেদারল্যান্ডসের সফলতম দল আয়াক্স।

নেদারল্যান্ডসের হয়ে ২০১৭ অভিষেকের আগে আয়াক্সে মাত্র দুটি লিগ ম্যাচের শুরুর একাদশে জায়গা হয়েছিল ডি লিখটের।