আবাহনীকে উড়িয়ে দিল মোহামেডান
ক্রীড়া প্রতিবেদক, রয়টার্স
Published: 16 Jul 2019 09:15 PM BdST Updated: 16 Jul 2019 09:15 PM BdST
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব জ্বলে উঠল আবাহনী লিমিটেডের বিপক্ষে। চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে প্রথম পর্বের হারের প্রতিশোধ নিয়েছে দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ৪-০ গোলে জিতেছে মোহামেডান। প্রথম পর্বে দুই দলের দেখায় ৩-০ গোলে জিতেছিল আবাহনী।
এ হারে শিরোপা লড়াই থেকে অনেকটা পিছিয়ে পড়ল আবাহনী। ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শিরোপাধারীরা। এক ম্যাচ কম খেলা বসুন্ধরা কিংস মঙ্গলবার নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ৫-০ গোলে হারিয়ে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। লিগে নিজেদের বাকি চার ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেলে কোনো হিসাব ছাড়াই লিগ শিরোপা জিতবে নবাগত দলটি।
পঞ্চম মিনিটে তালগোল পাকিয়ে জুয়েল রানা আবাহনীকে এগিয়ে নিতে ব্যর্থ হওয়ার পর দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মোহামেডান। ষোড়শ মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা সুলেমানে দিয়াবাতেকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে যান গোলরক্ষক শহীদুল আলম সোহেল। দিয়াবাতের বুদ্ধিদ্বীপ্ত পাস ধরে ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করেন তকলিস আহমেদ।
প্রথমার্ধের যোগ করা সময়ে তকলিসই ব্যবধান দ্বিগুণ করেন। এক ডিফেন্ডারকে কাটিয়ে এই ফরোয়ার্ডের নেওয়া শট টুটুল হোসেন বাদশার গায়ে লেগে গোলরক্ষককে বোকা বানিয়ে জাল খুঁজে নেয়।
টানা ছয় ম্যাচ জিতে আসা আবাহনী আরও কোণঠাসা হয়ে পড়ে ৫০তম মিনিটে। মাঝমাঠের একটু ওপর থেকে বল নিয়ে এক ছুটে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে স্কোরলাইন ৩-০ করেন মালির ফরোয়ার্ড দিয়াবাতে। ৬৬তম মিনিটে হেডে ব্যবধান আরও বাড়ান জাহিদ হাসান এমিলি।
৬৭তম মিনিটে মাসিহ সাইঘানির শট পোস্টে লাগলে আবাহনীর হতাশা আরও বাড়ে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আরেকটি প্রচেষ্টাও ফেরে ক্রসবারে লেগে। শেষ পর্যন্ত লিগে চতুর্থ হার নিয়ে মাঠ ছাড়ে মারিও লেমোসের দল।
২০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগে ১৩ দলের মধ্যে নবম স্থানে আছে মোহামেডান।
মঙ্গলবার অন্য ম্যাচে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোইনের হ্যাটট্রিকে নোফেল স্পোর্টিং ক্লাবকে ৪-০ গোলে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্র।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টিম বিজেএমসি ৩-২ গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও আরামবাগ ক্রীড়া সংঘ ১-১ ড্র করেছে।
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ