শেখ জামালকে আবারও হারাল সাইফ

দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বেও সাইফ স্পোর্টিংয়ের কাছে হেরেছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2019, 12:49 PM
Updated : 15 July 2019, 12:53 PM

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে সোমবার পাঁচ গোলের ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে সাইফ। প্রথম পর্বে শেখ জামালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল চট্টগ্রামের দলটি।

ম্যাচের তৃতীয় মিনিটে দেইনের আন্দ্রেস করদোবার বাড়ানা বল প্লেসিং শটে জালে জড়িয়ে সাইফকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলেস্সান্দ্রো সেলিন।

আগের দুই ম্যাচে ড্র করা সাইফ ব্যবধান দ্বিগুণ করে ৩০তম মিনিটে। কর্দমাক্ত মাঠে এক খেলোয়াড়ের শট পোস্টে লেগে থেমে যায়; দ্রুত দৌড়ে গিয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন কলম্বিয়ার ফরোয়ার্ড করদোবা।

ম্যাচে ফিরতে মরিয়া শেখ জামালের ভালো একটি সুযোগ নষ্ট হয় ৫৩তম মিনিটে। সতীর্থের ক্রসে এমিল সাম্বু পা ছোঁয়ানোর পর বল ক্রসবারে লেগে ফিরে।

তিন মিনিট পর বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা শাখাওয়াত হোসেন রনি কোনাকুনি শটে শেখ জামালকে ম্যাচে ফেরান। ৫৮তম মিনিটে এবু কান্তের ক্রস বুক দিয়ে নামিয়ে নিখুঁত শটে সমতাও ফেরান জাতীয় দলের এই ফরোয়ার্ড।

৭৩তম মিনিটে করদোবার ছোট করে বাড়ানো বল ধরে কিছুটা এগিয়ে দুই ডিফেন্ডারের ফাঁক গলে দারুণ শটে সাইফকে ফের এগিয়ে নেন সেলিনের বদলি নামা রহিম উদ্দিন। বাকিটা সময় এ গোল ধরে রেখে লিগে ১২তম জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ।

২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সাইফ। ২১ ম্যাচে নবম হারের স্বাদ পাওয়া শেখ জামালের পয়েন্ট ২৪।