দ্বিতীয় পর্বে বিজেএমসিকে হারাল বসুন্ধরা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণভাবে ছুটে চলা বসুন্ধরা কিংসকে এ পর্যন্ত ছোট একটা ধাক্কা টিম বিজেএমসিই দিয়েছিল। দ্বিতীয় পর্বে অবশ্য কোনো চমক দেখাতে পারেনি তারা। প্রত্যাশিত জয় পেয়েছে বসুন্ধরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2019, 12:32 PM
Updated : 7 July 2019, 03:23 PM

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে রোববার ২-০ গোলে জিতেছে লিগে এখন পর্যন্ত একমাত্র অজেয় দল বসুন্ধরা। গত ফেব্রুয়ারি বিজেএমসির সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর লিগে টানা ১২ ম্যাচ জিতল নবাগত দলটি।

এ জয়ে শিরোপাধারী আবাহনী লিমিটেডের সঙ্গে ব্যবধান আবারও ৭ পয়েন্টে নিয়ে গেল বসুন্ধরা। ১৮ ম্যাচে ১৭ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্ট তাদের। ৪৫ পয়েন্ট আবাহনীর।

২৮তম মিনিটে কর্নার থেকে হেডে নুরুল নাইম ফয়সাল বসুন্ধরাকে এগিয়ে নেন। এর আগে কর্নার থেকে দলটির আরেকটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে।

মার্কোস দি সিলভার ৮১তম মিনিটের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ডি-বক্সের বাইরে থেকে বল নিয়ে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে মাপা শটে জাল খুঁজে নেন।

টানা তিন ম্যাচ হারা বিজেএমসি সব মিলিয়ে ১৯ ম্যাচে এক জয় ও পাঁচ ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে তলানিতে আছে।