ডি লিখটকেও বার্সায় চান নতুন যোগ দেওয়া ডি ইয়ং

বার্সেলোনায় যোগ দিয়ে ছোটবেলার স্বপ্ন পূরণ হয়েছে বলে জানিয়েছেন মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং। সাবেক ক্লাব সতীর্থ আয়াক্সের ডিফেন্ডার মাটাইস ডি লিখটকেও কাম্প নউয়ে চান ডাচ এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2019, 11:05 AM
Updated : 6 July 2019, 11:05 AM

গত জানুয়ারিতে সাড়ে সাত কোটি ইউরো ট্রান্সফার ফিতে ডি ইয়ংকে দলে নিতে আয়াক্সের সঙ্গে সমঝোতায় পৌঁছায় বার্সেলোনা।

পাঁচ বছরের চুক্তিতে সম্প্রতি কাতালান ক্লাবটিতে যোগ দেন ২২ বছর বয়সী এই ফুটবলার। ডাচ এই মিডফিল্ডারকে শুক্রবার সমর্থকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সেখানেই তিনি জানান, সাবেক সতীর্থকে আবার নতুন করে পাশে পাওয়ার প্রত্যাশার কথা।

“আমি ডি লিখটকে এখানে দেখতে চাইব। কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারি না। তাকে তার পরিবারকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। যখন আমি জানতে পারলাম যে বার্সা আমাকে এখানে চায়, সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল।”

গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালে আয়াক্সকে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডি ইয়ং। ২০১৫ সালে আয়াক্সে যোগ দিয়ে দলটির হয়ে মোট ৮৯ ম্যাচ খেলেন তিনি। আর জাতীয় দলের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন সম্ভাবনাময় এই ফরোয়ার্ড।