অবসরের ঘোষণা দিলেন রবেন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2019 01:30 AM BdST Updated: 05 Jul 2019 01:31 AM BdST
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন আগেই। এবার ক্লাব ফুটবলকেও বিদায় বলে দিলেন বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের সাবেক উইঙ্গার আরিয়েন রবেন।
বায়ার্নের সঙ্গে জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়া রবেনের গত মৌসুমটা মোটেও ভালো কাটেনি। বারবার চোটে পড়ায় অনেকটা সময়ই ছিলেন মাঠের বাইরে। গত মে মাসেই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়ে দিলেন চূড়ান্ত সিদ্ধান্ত।
“গত কয়েক সপ্তাহ ধরে আমি অনেক ভেবেছি…এবং আমি আমার পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।”
ইংলিশ ক্লাব চেলসি ও স্বদেশের ক্লাব পিএসভি আইন্দহোভেনেও খেলেছেন রবেন। ক্যারিয়ারে মোট পাঁচটি দলে খেলে সব ক্লাবের হয়েই শিরোপা জিতেছেন তিনি।
গত বছর জাতীয় দলকে বিদায় জানানো রবেন সবচেয়ে লম্বা সময় কাটিয়েছেন জার্মান ক্লাব বায়ার্নে। ২০০৯-২০১৯ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলে মোট আটটি বুন্ডেসলিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।
২০০৪ সালে চেলসিতে যোগ দিয়ে ক্লাবটির হয়ে দুটি প্রিমিয়ার লিগসহ মোট ৬টি শিরোপা জিতেন রবেন। পরে ২০০৭ সালে যোগ দেন রিয়ালে। স্প্যানিশ ক্লাবটির হয়ে প্রথম মৌসুমেই লা লিগা জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি।
২০১০ বিশ্বকাপের রানার্সআপ হওয়া নেদারল্যান্ডস দলের সদস্য রবেন জাতীয় দলের হয়ে মোট ৯৬ ম্যাচ খেলেন।
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন