বেনফিকা থেকে আতলেতিকো মাদ্রিদে ফেলিক্স

ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ ট্রান্সফার ফিতে বেনফিকা থেকে পর্তুগালের ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সকে দলে টেনেছে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2019, 03:07 PM
Updated : 4 July 2019, 03:07 PM

পর্তুগিজ ক্লাব বেনফিকা নিশ্চিত করেছে, ১৯ বছর বয়সী তরুণ ফেলিক্সকে কিনতে ১২ কোটি ৬০ লাখ ইউরো খরচ করছে আতলেতিকো। এই টাকা কিস্তিতে পরিশোধ করবে তারা।

এর আগে কেবল নেইমার, কিলিয়ান এমবাপে, ফিলিপে কৌতিনিয়ো ও উসমান দেম্বেলে এর চেয়ে বেশি ট্রান্সফার ফিতে দল-বদল করেছেন। আতলেতিকোর সঙ্গে সাত বছরের চুক্তি হয়েছে ফেলিক্সের।

গত বছরের অগাস্টে বেনফিকার মূল দলে অভিষেকের পর গত মৌসুমে নজর কাড়েন ফেলিক্স। পর্তুগালের সেরা লিগে দলকে শিরোপা জেতানোর পথে করেন ১৫ গোল।

এ বছরের জুনে নেশন্স লিগের সেমি-ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে পর্তুগাল জাতীয় দলে অভিষেক হয় তার।

গত বছর ১৮ কোটি ইউরোতে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেওয়া কিলিয়ান এমবাপের পর সবচেয়ে দামি টিনএজার ফুটবলারের তালিকার দুইয়ে আছেন এখন ফেলিক্স।