কোপা আমেরিকার ফাইনালে নেই ব্রাজিলের উইলিয়ান

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া ফরোয়ার্ড উইলিয়ানকে পেরুর বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে পাচ্ছে না ব্রাজিল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2019, 09:15 AM
Updated : 4 July 2019, 09:15 AM

রিও দে জেনেইরোতে আগামী রোববার বাংলাদেশ সময় রাত ২টায় শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ‍দুই দল।

সেমি-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে চোট পেয়েছিলেন উইলিয়ান। ফাইনালে তার না খেলার বিষয়টি ব্রাজিল ফুটবল কনফেডারেশন বুধবার এক বিবৃতিতে জানায়।

ফাইনাল খেলতে না পারলেও দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে থাকছেন উইলিয়ান। গ্রুপ পর্বে পেরুকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেওয়া ম্যাচে শেষ গোলটি করেছিলেন তিনি। কোয়ার্টার-ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে জেতা ম্যাচেও গোল করেছিলেন। আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয়ার্ধে এভেরতনের বদলি হিসেবে নেমেছিলেন উইলিয়ান।

কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে নেইমার গোড়ালির গাঁটে চোট পাওয়ার কোপা আমেরিকার ব্রাজিল দলে শেষ মুহূর্তে ডাক পান উইলিয়ান। তাকে ছাড়া দলের বাকি সবাইকে মারাকানার ফাইনালে পাচ্ছে ব্রাজিল কোচ তিতে।

ব্রাজিল কোপা আমেরিকার সর্বশেষ শিরোপা জিতেছিল ২০০৭ সালে। এরপর আর বড় কোনো সাফল্য পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।