জয়রথে বসুন্ধরা কিংস

রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অজেয় যাত্রা ধরে রেখেছে বসুন্ধরা কিংস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2019, 03:20 PM
Updated : 3 July 2019, 03:20 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় পর্বের ম্যাচে রহমতগঞ্জকে ৩-২ গোলে হারায় বসুন্ধরা। লিগের প্রথম পর্বে ১-০ গোলে জিতেছিল নবাগত দলটি।

গত ফেব্রুয়ারিতে বিজেএমসির সঙ্গে ড্রয়ের পর লিগে এ নিয়ে টানা ১১ ম্যাচ জেতা বসুন্ধরা ১৭ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান আবাহনী লিমিটেড।

দশম মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় আগের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে উড়িয়ে দিয়ে আসা বসুন্ধরা। মার্কোস দি সিলভার থ্রু পাস ধরে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে নিখুঁত চিপ শটে জাল খুঁজে নেন কোস্টা রিকার ফরোয়ার্ড দেনিয়েল কলিনদ্রেস সোলেরা।

টানা তিন হার নিয়ে খেলতে নামা রহমতগঞ্জ ঘুরে দাঁড়ানোর সুযোগ কাজে লাগাতে পারছিল না। ষোড়শ মিনিটে দলটির গাম্বিয়ান ফরোয়ার্ড ল্যান্ডিং ডারবোয়ের শট ঝাঁপিয়ে পড়ে ফেরান গোলরক্ষক আনিসুর রহমান জিকো। চার মিনিট পর রাকিবুল ইসলাম লক্ষ্যভ্রষ্ট শটে হতাশা আরও বাড়ান।

২৫তম মিনিটে সোলেরার বাড়ানো বল ধরে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মতিন মিয়া। ১০ মিনিট পর এই ফরোয়ার্ডের আরেকটি প্রচেষ্টা পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফেরে রহমতগঞ্জ। ডারবোয়ের পাস ধরে কোনাকুনি শটে স্কোরলাইন ২-১ করেন রাকিবুল।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সতীর্থের ফ্রি কিকে পা ছুঁইয়ে ব্যবধান বাড়ান বদলি ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ।

এরপরই সফল স্পট কিকে স্কোরলাইন ৩-২ করে ম্যাচ জমিয়ে তোলেন ডারবোয়ে। ডি-বক্সের মধ্যে গাম্বিয়ার এই ফরোয়ার্ডই ফাউলের শিকার হয়েছিলেন। কিন্তু বাকিটা সময় সমতায় ফেরা গোল পায়নি রহমতগঞ্জ।