শেখ রাসেলকে হারিয়ে চট্টগ্রাম আবাহনীর প্রতিশোধ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে দারুণ লড়াই করে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে হেরেছিল চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় পর্বে দাপুটে জয়ে প্রতিশোধ নিয়েছে চট্টগ্রামের দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2019, 03:17 PM
Updated : 2 July 2019, 03:17 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ৩-০ গোলে জিতে চট্টগ্রাম আবাহনী। প্রথম পর্বে ১-০ গোলে জিতেছিল লিগের ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ রাসেল।

ম্যাচের নবম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নেন গাম্বিয়ার ফরোয়ার্ড মোমোদু বাহ।

দ্বিতীয়ার্ধে নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলের বদলি নামা সোহেল মিয়ার জোড়া গোলে ম্যাচে চালকের আসনে বসে যায় চট্টগ্রাম আবাহনী।

৪৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার পর ৬১তম মিনিটে বাহর ক্রস থেকে পাওয়া বল বুক-কাঁধ দিয়ে ঠেলে জালে জড়িয়ে দেন সোহেল। শেখ রাসেলের খেলোয়াড়েরা হ্যান্ডবলের জোরালো আবেদন করলে সাড়া দেননি রেফারি।

৮২তম মিনিটে বিশ্বনাথ ঘোষের জোরালো শট সরাসরি গোলরক্ষকের গ্লাভসে জমে যায়। একটু পর রাফায়েল ওডোইনের শটও ক্রসবারের ওপর দিয়ে উড়ে গেলে ব্যবধান কমানো গোলের দেখা পায়নি শেখ রাসেল।

১৮ ম্যাচে পাঁচ জয় ও সাত ড্রয়ে ২২ পয়েন্ট চট্টগ্রাম আবাহনীর। টানা চার জয়ের পর হারের স্বাদ পাওয়া শেখ রাসেল ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে মঙ্গলবার অন্য ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৫-২ গোলে হারায় অবনমন অঞ্চলে থাকা ব্রাদার্স ইউনিয়ন।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে শেষ দিকের গোলে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে ১-১ ড্র করে মোহামেডান স্পোর্টিং ক্লাব।