এএফসি কাপের নকআউট পর্বে আবাহনীর প্রতিপক্ষ উত্তর কোরিয়ার দল

এএফসি কাপের ইন্টার জোনাল প্লে-অফ সেমি-ফাইনালসে প্রতিপক্ষ হিসেবে উত্তর কোরিয়ার দল ৪.২৫ স্পোর্টস ক্লাবকে পেয়েছে আবাহনী লিমিটেড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2019, 11:52 AM
Updated : 2 July 2019, 11:52 AM

উত্তর কোরিয়ার দলটি এপ্রিল ২৫ স্পোর্টস ক্লাব নামেও পরিচিত।

মালয়েশিয়ার কুয়ালা লামপুরে মঙ্গলবার এএফসি কাপের নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়। এ পর্বেও খেলা হবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে।

আগামী ২১ অগাস্ট প্রথম পর্বে নিজেদের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে আবাহনী ও ৪.২৫। উত্তর কোরিয়ার মাঠে ফিরতি পর্বের খেলা ২৮ অগাস্ট।

বাংলাদেশের প্রথম দল হিসেবে এএফসি কাপের গ্রুপ পর্ব পার হয় আবাহনী। ৬ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের সেরা হয়েছিল বাংলাদেশের চ্যাম্পিয়নরা।

ইন্টার জোনাল সেমি-ফাইনালস পেরুনো দলটি পাবে ইন্টার জোনাল ফাইনালসে খেলার টিকেট। সেখান থেকে জয়ী দল যাবে শিরোপা লড়াইয়ের মঞ্চে। ফাইনালে অপর দলটি আসবে ওয়েস্ট এশিয়ান জোনের ফাইনালস থেকে।