জয়ের ধারায় আবাহনী

পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ালো আবাহনী লিমিটেড। বিজেএমসিকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2019, 01:39 PM
Updated : 1 July 2019, 01:45 PM

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে সোমবার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে ২-১ গোলে জিতেছে আবাহনী। প্রথম পর্বে ১-০ গোলে জিতেছিল তারা।

১৭ ম্যাচে ১৪ জয়ে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী। ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বসুন্ধরা কিংস আবাহনীর চেয়ে এক ম্যাচ কম খেলেছে।

নাইজেরিয়ান ফরোয়ার্ড স্যামসন ইলিয়াসুর ২৫তম মিনিটে বাঁ দিক থেকে নেওয়া বাঁকানো কর্নার সরাসরি জালে ঢুকলে এগিয়ে যায় লিগে তলানিতে থাকা বিজেএমসি।

৪০তম মিনিটে রায়হান হাসানের থ্রোয়ের পর কেরভেন্স ফিলস বেলফোর্টের ক্রসে জুয়েল রানার হেড ড্রপ খেয়ে জাল খুঁজে নিলে সমতায় ফেরে আবাহনী।

৬০তম মিনিটে হেডেই আবাহনীকে এগিয়ে নেন আফগানিস্তানের ডিফেন্ডার মাসিহ সাইঘানি। বাকিটা সময় এ গোল ধরে রেখে টানা তৃতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মারিও লেমোসের দল।

১৭ ম্যাচে সপ্তম হারের স্বাদ পাওয়া বিজেএমসির পয়েন্ট ৮।