ভালো খেলছে মেসি, দাবি দি মারিয়ার

চার ম্যাচে এক গোল-লিওনেল মেসির নামের সঙ্গে পরিসংখ্যানটা ঠিক যায় না। আর্জেন্টিনা অধিনায়ক নিজেও মেনে নিয়েছেন কোপা আমেরিকায় সেরাটা দিতে পারছেন না। তবে আনহেল দি মারিয়ার মনে হচ্ছে তার জাতীয় দলের সতীর্থ ভালো খেলছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2019, 10:06 AM
Updated : 30 June 2019, 10:06 AM

প্যারাগুয়ের সঙ্গে গ্রুপ পর্বে ১-১ ড্র করা ম্যাচে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে সেমি-ফাইনাল সামনে রেখে দি মারিয়া জানালেন আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার কাছ থেকে প্রত্যাশিত গোল না পেলেও খুশি তিনি।
 
“আমি মনে করি, লিও খুবই ভালো করছে। সচারচর সে যত গোল করে, ততটা পারছে না কিন্তু আমি মনে করি, সে ভালো কাজ করছে।”
 
“সে ছোটাছুটি করছে এবং তার সবটুকু দিচ্ছে। তাকে দৌড়ানোটা চালিয়ে যেতে হবে এবং পরে বাকিটা আসবে। আমি মনে করি, সে খুবই ভালো করছে।”
 
আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় বেলো হরিজন্তেতে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা।
 
২০০৭ সালের পর প্রথম কোপা আমেরিকায় মুখোমুখি হচ্ছে দুই ফুটবল পরাশক্তি। সেবার ৩-০ গোলে জিতেছিল ব্রাজিল। 
 
সেমি-ফাইনাল কঠিন পরীক্ষা হবে বলে মেনে নিচ্ছেন দি মারিয়া।
 
“ব্রাজিলের সঙ্গে ম্যাচটি কঠিন। কিন্তু আমি মনে করি, প্রতিটি দলই আপনার জন্য পরিস্থিতি কঠিন করে তোলে।”
 
“ব্রাজিল আমাদের সঙ্গে সমানে সমান খেলবে এবং স্বাগতিক সমর্থকদের সমর্থন পাবে। নিজেদের মতো করে আমাদের খেলার চেষ্টা করতে হবে; ভেনেজুয়েলার বিপক্ষে যেটা করেছিলাম, সেটা করতে হবে। আশা করি, বিষয়গুলো আমাদের জন্য ভালোভাবে যাবে।”