মেক্সিকোর ক্লাব পুমাসের জালে গোল উৎসব করল বার্সেলোনা।
প্যারিসে বাংলাদেশ সময় শুক্রবার রাতে দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে জিতেছে প্রতিযোগিতাটির সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র।
ম্যাচের পঞ্চম মিনিটে ফ্রি-কিক থেকে যুক্তরাষ্ট্র এগিয়ে নেন মেগান র্যাপিনো। প্রথমার্ধে চ্যাম্পিয়নদের পোস্টে কোনো শটই রাখতে পারেনি ফ্রান্স।
৬৫তম মিনিটে ডান পায়ের নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন র্যাপিনো। চলতি আসরে যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড়ের এটি পঞ্চম গোল। শেষ ষোলোয় স্পেনকে হারানো ম্যাচেও পেনাল্টি থেকে দুই গোল করেছিলেন তিনি।
৮১তম মিনিটে ওয়েন্দির গোলে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ফ্রান্স।
আগামী মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ার্টার-ফাইনালে নরওয়েকে ৩-০ গোলে হারিয়ে আসা ইংল্যান্ডের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।