৭ গোলের ম্যাচে নোফেলের জয়

গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরার হ্যাটট্রিকে সাত গোলের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়েছে নোফেল স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2019, 01:24 PM
Updated : 28 June 2019, 01:24 PM

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে ৫-২ গোলে জিতে নোফেল। প্রথম পর্বে রহমতগঞ্জের সঙ্গে ২-২ ড্র করেছিল নবাগত দলটি।

তৃতীয় মিনিটে উজবেকিস্তানের মিডিফিল্ডার ফুরকাত জনের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। দুই মিনিট পর কামরুল ইসলাম সমতা ফেরান।

৩৫তম মিনিটে সতীর্থের ছোট পাস থেকে পাওয়া বল প্লেসিং শটে জালে জড়িয়ে নোফেলকে এগিয়ে নেন বাঙ্গুরা। প্রথমার্ধের শেষ দিকে অফসাইডের ফাঁদ ভেঙে বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করে ব্যবধান বাড়ান গিনির এই ফরোয়ার্ড।

৫২তম মিনিটে সোহেল রানার গোলে রহমতগঞ্জ ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু পরে আরও দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি।

৫৫তম মিনিটে জমির উদ্দিন গোল করার পর ৬৬তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে হ্যাটট্রিক পূরণ করেন বাঙ্গুরা।

১৬ ম্যাচে তিন জয়, চার ড্রয়ে ১৩ পয়েন্ট পেয়েছে নোফেল। ১৭ ম্যাচে অষ্টম হারের স্বাদ পাওয়া রহমতগঞ্জের পয়েন্ট ১৫।