মাঠের দোষ দিচ্ছেন ব্রাজিল কোচ

প্যারাগুয়েকে টাইব্রেকারে হারানোর পর মাঠের কড়া সমালোচনা করেছেন কোপা আমেরিকার স্বাগতিক ব্রাজিলের কোচ তিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2019, 07:16 AM
Updated : 28 June 2019, 07:16 AM

পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় শুক্রবার সকালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর টাইব্রেকারে প্যারাগুয়েকে ৪-৩ গোলে হারায় ব্রাজিল।

ম্যাচে একাধিক সুযোগ পেয়েছিল ব্রাজিল। ৭৪তম মিনিটে গাব্রিয়েল জেসুস ছোট ডি-বক্সের ভেতর থেকে লক্ষ্যভ্রষ্ট শটে প্রথম ভালো সুযোগটি নষ্ট করেন। একটু পর এভেরতনের শটও জাল খুঁজে পায়নি।

ব্রাজিলের সুযোগ নষ্ট হতে থাকে শেষ দিকেও। ৮৮তম মিনিটে আলেক্স সান্দ্রোর শট দারুণভাবে ফেরান গোলরক্ষক। একটু পর উইলিয়ানের শট ফিরিয়ে দেয় পোস্ট। যোগ করা সময়ে এভেরতন, ফিলিপে কৌতিনিয়োও দলকে হতাশ করেন। শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে ব্রাজিল। ম্যাচ শেষে গ্রেমিওর মাঠের সমালোচনা করেন তিতে।

“(দলের খেলার) উন্নতির জায়গা রয়েছে। কিন্তু সেটা সম্ভব হবে, যখন আপনি ভালো একটা মাঠে খেলবেন।”

“সব খেলোয়াড়েরা আমাকে মাঠ নিয়ে নালিশ করতে বলেছে। এটা অদ্ভুত ব্যাপার…এরকম শীর্ষ পর্যায়ের ম্যাচ এমন মাঠে, যেখানে বল পাস দেওয়া খুবই কঠিন।”

“বল সামনে পাস দিতে আমাদেরকে তিনবার টোকা দিতে হয়েছে। এত বাজে মাঠ থাকাটা হাস্যকর। বিশ্বের কোথাও এমন বাজে মাঠ পাওয়া অচিন্তনীয় ব্যাপার।”

তিতের আগে পোর্তো আলেগ্রের এই মাঠের সমালোচনা করেছিলেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি ও উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেস।

সুযোগ নষ্ট হওয়া নিয়ে কথা বলতে গিয়েও আরেকদফা মাঠের সমালোচনা করেন তিতে।

“আমার অজুহাত দেখানো উচিত নয়। যদি আমরা সুযোগ কাজে লাগাতে না পারি, তাহলে বলব পারিনি। কিন্তু আপনাদেরকে বলছি, পাস দিতে আমাদেরকে বলে তিনবার পা ছোঁয়াতে হয়েছে।”

প্যারাগুয়ে ম্যাচের বিরতির সময়ে ব্রাজিলকে ফের দুয়ো দিয়েছেন সমর্থকেরা। এ নিয়ে চার ম্যাচের মধ্যে তিনটিতে সমর্থকরা জেসুস-কৌতিনিয়োদের খেলায় হতাশ হয়ে দুয়ো দিল।

সেমি-ফাইনালে ব্রাজিল খেলবে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের জয়ী দলের বিপক্ষে।