নরওয়েকে উড়িয়ে মেয়েদের বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ড

নরওয়েকে উড়িয়ে দিয়ে মেয়েদের বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2019, 08:55 PM
Updated : 27 June 2019, 08:55 PM

ফ্রান্সে হওয়া এ প্রতিযোগিতায় বৃহস্পতিবার কোয়ার্টার-ফাইনালে ১৯৯৫ আসরের চ্যাম্পিয়নদের ৩-০ গোলে হারায় ইংল্যান্ড।

এই নিয়ে টানা তিনটি বড় প্রতিযোগিতার সেমি-ফাইনালে উঠলো তারা। ২০১৫ বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর ২০১৭ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ চারে খেলেছিল ইংল্যান্ড।

ম্যাচ শুরুর দুই মিনিট ৭ সেকেন্ডের মাথায় জিল স্কটের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। বাইলাইন থেকে সতীর্থের কাটব্যাক পেয়ে এই মিডফিল্ডারের প্লেসিং শট পোস্টে লেগে ভিতরে ঢোকে। বিশ্বকাপের ইতিহাসে দলটির এটি দ্রুততম গোল।

২৯তম মিনিটে ফরোয়ার্ড এলেন হোয়াইটের শট পোস্টে বাধা পায়। তবে ৪০তম মিনিটে আর ব্যর্থ হননি তিনি। কাছ থেকে টোকা দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন দলটির সর্বোচ্চ গোলদাতা। আর ৫৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে স্কোরলাইন ৩-০ করেন ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ।

শেষ দিকে ফরোয়ার্ড নিকিতা প্যারিস স্পট কিকে লক্ষ্যভেদে ব্যর্থ হলে ব্যবধান আর বাড়েনি।

ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিজয়ীর সঙ্গে আগামী মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ইংল্যান্ড।