ডি-বক্সে গোলরক্ষকের হ্যান্ডবল দাবি সুয়ারেসের!

কোপা আমেরিকার চিলির বিপক্ষে উরুগুয়ের জেতা ম্যাচে হাস্যকর এক কাণ্ড করেছেন লুইস সুয়ারেস। ডি-বক্সের মধ্যে তার গোলের প্রচেষ্টায় গোলরক্ষক বল হাত দিয়ে আটকালে হ্যান্ডবলের দাবি করে বসেন উরুগুয়ের এই ফরোয়ার্ড!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2019, 09:52 AM
Updated : 25 June 2019, 09:52 AM

রিও দে জেনেইরোতে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে এদিনসন কাভানির শেষ দিকের গোলে চিলিকে ১-০ ব্যবধানে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে উরুগুয়ে।

গোলশূন্য প্রথমার্ধে হাস্যকর ওই কাণ্ড করে বসেন সুয়ারেস। ডি-বক্সের ভেতর থেকে বার্সেলোনার এই ফরোয়ার্ডের কাট ব্যাকের প্রচেষ্টা হাত দিয়ে কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক গাব্রিয়েল আরিয়াস।

গোলরক্ষক যে ডি-বক্সের মধ্যে বলে হাত লাগাতে পারেন, জানা কথাও বেমালুম ভুলে গিয়েছিলেন সুয়ারেস। দুই হাত উঁচুতে তুলে হ্যান্ডবলের আবেদন করে ফেলেন তিনি! অবশ্য কিছুক্ষণ পরেই নিজের বোকামি বুঝতে পারেন সুয়ারেস।

পাঁচ বছর আগে এই দিনে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইতালির জর্জিও কিয়েল্লিনিকে কামড় দিয়েছিলেন সুয়ারেস। যে কারণে চার মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি।