পিএসজিকে বিদায় বলে দিলেন ব্রাজিল অধিনায়ক আলভেস

পেরুকে উড়িয়ে দিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে ওঠার ঘণ্টাখানেক পর ব্রাজিল অধিনায়ক দানি আলভেস পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2019, 08:12 AM
Updated : 23 June 2019, 08:12 AM

‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পেরুকে ৫-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার ম্যাচে ব্রাজিলের হয়ে একটি গোল করেন আলভেস।

ইনস্টাগ্রামে পোস্ট করা বার্তায় ক্লাব ক্যারিয়ারে নিজের নতুন ঠিকানা নিয়ে অবশ্য কিছু বলেননি ৩৬ বছর বয়সী এই ডিফেন্ডার।

“আমার জীবনের আরেকটি চক্র আজ শেষ হলো। একটি বিজয়ী, শেখার এবং অভিজ্ঞতা অর্জনের চক্র শেষ হলো।”

“ক্লাবের ইতিহাসের একটি পাতা একসঙ্গে গড়তে আমাকে সুযোগ দেওয়ায় পিএসজি পরিবারকে আমি ধন্যবাদ জানাতে চাই।”

সেভিয়া, বার্সেলোনা, ইউভেন্তুস হয়ে ২০১৭ সালে ফ্রান্সের লিগ ওয়ানের দল পিএসজিতে যোগ দিয়েছিলেন আলভেস। পিএসজির হয়ে খেলা দুই মৌসুমে দলের সঙ্গে দুটি লিগ ওয়ানের শিরোপা ও একটি ফরাসি কাপ জিতেছেন তিনি।

গতমাসে নেইমারকে সারিয়ে দিয়ে আলভেসকে অধিনায়ক করে ব্রাজিল।