ব্রাজিলের অন্যতম সেরা ম্যাচ: তিতে

পেরুকে গুঁড়িয়ে দেওয়া ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্সকে এই দলের অন্যতম সেরা বলে মনে করছেন ব্রাজিল কোচ তিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2019, 07:48 AM
Updated : 23 June 2019, 07:48 AM

সাও পাওলোয় বাংলাদেশ সময় শনিবার রাতে পেরুকে ৫-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ‘এ’ গ্রুপের সেরা হয় ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয়ে পাঁচ গোলদাতা কাসেমিরো, রবের্তা ফিরমিনো, এভেরতন, দানি আলভেস ও উইলিয়ান।

বলিভিয়াকে ৩-০ গোলে হারানো এবং ভেনেজুয়েলার সঙ্গে ড্র করা ম্যাচে সমর্থকদের মন ভরাতে পারেনি ব্রাজিল। কৌতিনিয়ো-জেসুসরা শুনেছিলেন দুয়ো। পেরুর বিপক্ষে ছন্দময় খেলার প্রতিশ্রুতি পূরণের তৃপ্তি অনুভব করার কথা জানান ব্রাজিল কোচ।

“এটা ছিল আমাদের অন্যতম সেরা একটা ম্যাচ। ভালো মাঠ ভালো পারফরম্যান্স করতে সাহায্য করে।”

“ম্যাচপ্রতি গড়ে আমরা ৬০০ পাস দিয়েও বেশি গোল করতে পারছিলাম না। আজ কার্যকারিতার দিক দিয়ে আমরা উন্নতি করেছিলাম।”

প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া দলকে ধারাবাহিকতা ধরে রাখার তাগাদা দিয়েছিলেন বলেও জানান তিতে।

“অবশ্যই আমাদের এই খেলা চালিয়ে যেতে হবে। বিরতির সময় ছেলেদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছিলাম।”

“একই গতিতে আমাদের এগিয়ে যেতে হবে। কেননা, এটাই আমাদের বৈশিষ্ট্য এবং অবশ্যই এটা আমাদের আত্মবিশ্বাস জোগায়।”

তিতের হাত ধরে নবম শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছে ব্রাজিল। কোচও দিলেন মন ভরানো ফুটবল খেলে লক্ষ্য পূরণের প্রতিশ্রুতি।

“আমরা এখানে খেলছি জয়ের জন্য এবং আমরা ভালো ফুটবল উপহার দিতে চাই।”

“আমরা নিজেদের সেরাটা খেলতে চাই এবং এটা নিয়ে আমরা সুখী। আমরা সবসময় কাজের তৃপ্তি পেতে চাই এবং ভালো-মন্দ যাই করেছি, সেটা মেনে নিতে চাই।”

গোলদাতার তালিকায় গাব্রিয়েল জেসুসও নিজের নাম ওঠাতে পারতেন। কিন্তু ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড পেনাল্টি থেকে গোল করতে পারেননি।

“জেসুস গোল করতে না পারায় আমি দুঃখ পেলাম। কেননা, সে অনেক খেলেছিল। যেভাবে সে খেলেছে, তা নিয়ে তাকে খুব গর্বিত হওয়া উচিত।”

ম্যাচ শেষে অধিনায়ক দানি আলভেসও জানালেন উন্নতির ধারায় রয়েছে ব্রাজিল।

“প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচে, দ্বিতীয় থেকে তৃতীয় ম্যাচে আমরা উন্নতি করছি।”

“একটা গোল করতে পারলে আপনি শান্ত থাকবেন এবং ম্যাচের বাকিটা সময়ের জন্য ওই গোল আপনাকে ধারাবাহিকতা এনে দিবে। আপনি গোল করতে না পারলে দলের মধ্যে শঙ্কা তৈরি হতে পারে।”