সানচেসের গোলে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে চিলি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2019 09:14 AM BdST Updated: 22 Jun 2019 07:44 PM BdST
একুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন চিলি।
ব্রাজিলের সালভাদরে বাংলাদেশ সময় শনিবার সকালে ম্যাচের অষ্টম মিনিটে হোসে ফুয়েনসালিদার ভলিতে এগিয়ে যায় চিলি। এনের ভালেন্সিয়া পেনাল্টি থেকে সমতা ফেরান ২৬তম মিনিটে।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ক্রস থেকে দারুণ শটে জালে বল পাঠিয়ে চিলিকে টানা দ্বিতীয় জয় এনে দেন আলেক্সিস সানচেস। ম্যাচের শেষ দিকে ডিফেন্ডার গাব্রিয়েল লাল কার্ড দেখলে ১০ জনের দল নিয়ে ম্যাচ শেষ করে একুয়েডর।
প্রথম ম্যাচে জাপানকে ৪-০ ব্যবধানে হারানোর পথে পাঁচ মাসের গোল খরা কাটিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে বাজে মৌসুম কাটানো এই ফরোয়ার্ড।
একুয়েডর নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ৪-০ গোলে হেরেছিল।
২০১৫ ও ২০১৬ সালের চ্যাম্পিয়ন চিলি ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে। ৪ পয়েন্ট নিয়ে উরুগুয়ে দ্বিতীয় ও ১ পয়েন্ট নিয়ে জাপান তৃতীয় স্থানে আছে।
তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ছাড়াও সেরা দুই তৃতীয় স্থানের দল কোয়ার্টার-ফাইনালে উঠবে বলে এখনও কোনো পয়েন্ট না পাওয়া একুয়েডরের আশাও টিকে আছে।
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কাকে চারশর নিচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস
- বিদেশ সফর সীমিত হল সরকারি যেসব প্রতিষ্ঠানে
- খুলনায় অস্ত্রের মুখে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’
- ‘ট্রফি ধরে রাখতে আমরা জীবন দিয়ে দেব’
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- যানজট নিরসনে রাত ৮টার পর দোকান বন্ধ চান মেয়র তাপস
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- তামিম-জয়ের ব্যাটে ৬১ ইনিংসের খরা কাটানোর আশা