রোনালদোকে আরও রেকর্ড ভাঙতে সাহায্য করতে চান সাররি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2019 02:34 AM BdST Updated: 21 Jun 2019 02:34 AM BdST
ইতালিতে ফিরে ইউভেন্তুসের কোচের দায়িত্ব পাওয়াটাকে ক্যারিয়ারের ‘সবচেয়ে বড় অর্জন’ হিসেবে দেখছেন মাওরিসিও সাররি। জানিয়েছেন, আরও রেকর্ড গড়তে সহযোগিতা করতে চান ক্রিস্তিয়ানো রোনালদোকে।
মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি মৌসুম শেষে চলে যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর তিন বছরের চুক্তিতে সাররিকে দায়িত্ব দেয় ইউভেন্তুস। নাপোলি ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগ চেলসির দায়িত্ব নেওয়া সাররি ইউভেন্তুসের কোচ হয়ে ফের ইতালিতে ফিরলেন।
তিন বছর নাপোলির কোচ হিসেবে ইউভেন্তুসকে সবসময় হারানোর চিন্তা করতেন বলেও জানান সর্বশেষ চেলসির হয়ে ইউরোপা লিগের শিরোপা জেতা সাররি।
“আমার লম্বা ক্যারিয়ারে এটি (ইউভেন্তুসের কোচ হওয়া) সবচেয়ে বড় অর্জন। নাপোলিতে থাকতে আমি নিজের সবটুকু দিয়েছিলাম। এরপর সিদ্ধান্ত নিলাম প্রিমিয়ার লিগে দারুণ অভিজ্ঞতা নেওয়ার।”
“নাপোলিতে থাকা তিন বছরে আমি প্রতিদিন ঘুম থেকে জেগে উঠতাম ইউভেন্তুসকে হারানোর চিন্তা নিয়ে। কারণ তারা ছিল জয়ী দল।”
এখন ইউভেন্তুসের কোচ হিসেবে নিজের সেরাটা দিতে চান সাররি।
“এ মুহূর্তে ইউভেন্তুস ইতালির সেরা দল এবং তারা আমাকে ইতালিতে ফেরার সুযোগ দিয়েছে। এখন আমি এই দলের হয়ে সবটুকু দিব।”
সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো এখন সাররির শিষ্য। পাওলো দিবালা, দলগাস কস্তার মতো তারকাও আছে দলে। ইতালিয়ান কোচ জানালেন রেকর্ড ভাঙতে রোনালদোকে সাহায্য করতে চাওয়ার কথা।
“রোনালদো, দিবালা, কস্তা-পার্থক্য গড়ে দেওয়ার মতো মেধাবী এই তারকাদের নিয়ে আপনাকে শুরু করতে হবে এবং তাদেরকে ঘিরে দল গড়তে হবে।”
“দিবালা বা রোনালদোর মতো মানসম্পন্ন খেলোয়াড় দলে থাকলে তারা যে কোনো ভূমিকায় খেলতে পারে। কেবল তাদের ভূমিকাটা কি রকম হবে তাতে বদল আনা যায়।”
“রোনালদোকে কোচিং করানো আমার ক্যারিয়ারের আরেকটি ধাপ হবে। আরও নতুন কিছু রেকর্ড ভাঙতে আমি তাকে সাহায্য করতে চাই।”
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
টিভিতে আজ
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- বড় ভাইয়ের মৃত্যু: প্যারোলে মুক্ত হাজী সেলিম
- ইতিহাসের হাতছানি আম্পায়ার দম্পতির সামনে