স্পেনের কোচের দায়িত্ব ছাড়লেন এনরিকে

স্পেন জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার ১১ মাস পর ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালেন লুইস এনরিকে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন সহকারী কোচ রবের্ত মরেনো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2019, 04:08 PM
Updated : 19 June 2019, 04:09 PM

স্পেন রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বাদ পড়ার পর ২০১৮ সালের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে দলটির দায়িত্ব নেন বার্সেলোনার সাবেক কোচ এনরিকে। এ বছরের মার্চ মাস থেকে পারিবারিক কারণে ৪৯ বছর বয়সী এই কোচ অনুপস্থিত ছিলেন বলে জানায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস এনরিকেকে ধন্যবাদ জানিয়েছেন।

“সিদ্ধান্তটা লুইস এনরিকে নিজেই নিয়েছেন, তার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই।”

“তাকে নিয়ে আমাদের চমৎকার একটা স্মৃতি থাকবে। এটা ব্যক্তিগত একটা ব্যাপার যা আমাদের ওপর নির্ভর করে না। আমরা মনে করি, এটাই সেরা সিদ্ধান্ত।”

অন্তবর্তীকালীন কোচ হিসেবে মরেনোর অধীনে নিজেদের শেষ তিনটি ম্যাচেই জয় পেয়েছে স্পেন।