নেইমারের ওপর উয়েফার নিষেধাজ্ঞা বহাল

ইউরোপিয়ান প্রতিযোগিতায় নেইমারকে দেওয়া তিন ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে পিএসজির করা আপিল খারিজ হয়ে গেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2019, 12:51 PM
Updated : 19 June 2019, 12:51 PM

নিষেধাজ্ঞা বহাল থাকায় আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পাবে না লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি।

গত মার্চে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজির মধ্যে শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বাজে মন্তব্য করায় নেইমারকে তিন ম্যাচ নিষিদ্ধ করে উয়েফা।

শেষ ষোলোর ফিরতি পর্বে স্বাগতিক পিএসজির ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বের হাতে বল লাগলে ভিএআরের সাহায্য নিয়ে ইউনাইটেডকে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। তাতে গোল করে ম্যাচটি ৩-১ গোলে জিতে ইংলিশ ক্লাবটি। দুই লেগ মিলে স্কোরলাইন ৩-৩ হওয়ার পর অ্যাওয়ে গোলে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। ইউনাইটেডকে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তটি ‘লজ্জাজনক’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন পিএসজি ফরোয়ার্ড।

চোটের কারণে শেষ ষোলোর কোনো লেগেই খেলতে না পারা নেইমার ইন্সটাগ্রামে আরও লেখেন, এটা পেনাল্টি ছিল না।

“ফুটবল সম্পর্কে কিছু না জানা চার জন মানুষ টেলিভিশনে স্লো-মোশনে রিপ্লে দেখেন।”