নেইমারের সম্পত্তি বিক্রির ওপর নিষেধাজ্ঞা

মাঠের বাইরে নেইমারের ঝামেলা বেড়েই চলেছে। ব্রাজিলের গণমাধ্যমের খবর পিএসজির এই ফরোয়ার্ডের একাধিক বিলাসবহুল বাসভবন ও সম্পত্তি বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2019, 07:37 PM
Updated : 17 June 2019, 07:37 PM

দি ফোলহা দে এস. পাওলো সোমবার তাদের প্রতিবেদনে জানায়, ব্রাজিল কর্তৃপক্ষ ১০ কোটি ৪০ লাখ পাউন্ড বকেয়া কর পরিশোধের দাবিতে নেইমারের ব্রাজিলে থাকা ৩৬টি সম্পত্তির বিক্রিতে ওই নিষেধাজ্ঞা কার্যকর করেছে। এই বকেয়া কর ২০১৩ সালে নেইমারের সান্তোস থেকে বার্সেলোনাতে যোগ দেওয়া সংশ্লিষ্ট।

এ নিষেধাজ্ঞার ফলে নেইমার তার সম্পত্তি ব্যবহার করতে পারবেন কিন্তু বিক্রি করতে পারবেন না।

ব্রাজিল কর কর্তৃপক্ষের বলবৎ করা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত কোন আদালত দিয়েছে, সেটা নির্দিষ্ট করে জানায়নি ফোলহা।

এ ব্যাপারে ব্রাজিল কর কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। নেইমারের মুখপাত্রও কিছু বলেননি।

কদিন আগে সাও পাওলো পুলিশের কাছে এক নারী অভিযোগ করেন, গত মাসে প্যারিসের একটি হোটেলে নেইমার তাকে ধর্ষণ করে। পুলিশ সে অভিযোগের তদন্ত করছে। নেইমার অবশ্য অন্যায় কিছু করার অভিযোগ অস্বীকার করেছেন।

রোববার ফ্রান্সের দৈনিক লেকিপ জানায়, নেইমারকে বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পিএসজি। ক্লাবটির চেয়ারম্যান ও সিইও নাসের আল-খেলাইফি খেলোয়াড়দের দায়িত্বহীন আচরণ সহ্য করা হবে না বলে কড়া হুশিয়াঁরি দেওয়ার পর দৈনিকটি ওই খবর দেয়।