মোহামেডানকে আবারও হারাল শেখ রাসেল

দুইবার পিছিয়ে পড়ে সমতায় ফিরলেও শেষ রক্ষা হয়নি মোহামেডান স্পোর্টিং ক্লাবের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বেও শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে হেরেছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2019, 03:23 PM
Updated : 16 June 2019, 04:08 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ছয় গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৪-২ ব্যবধানে জিতে শেখ রাসেল। প্রথম পর্বে মোহামেডানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল লিগের ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নরা।

নবম মিনিটে বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো ইন থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে শেখ রাসেলকে এগিয়ে নেন বিপলু আহমেদ। ছয় মিনিট পর হেডে সমতা ফেরান তকলিস আহমেদ।

অষ্টাদশ মিনিটে এলিসন উডোকা তৃতীয় প্রচেষ্টায় লক্ষ্যভেদ করলে ফের এগিয়ে যায় শেখ রাসেল। নাইজেরিয়ার এই ডিফেন্ডারে শট গোলরক্ষক ফেরানোর পর ফিরতি হেডও পোস্টে লেগে ফেরে; এর পরের শট জাল খুঁজে পায়।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে কোনাকুনি শটে মোহামেডানকে সমতায় ফেরান তকলিস। কিন্তু পরে জোড়া গোল করে শেখ রাসেলকে লিগে ১১তম জয় এনে দেন রাফায়েল ওডোইন। ৭০তম মিনিটে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদের পর নাইজেরিয়ার এই ফরোয়ার্ড শেষ দিকে স্কোরলাইন ৪-২ করেন।

১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শেখ রাসেল। ১৬ ম্যাচে নবম হারের স্বাদ পাওয়া মোহামেডানের পয়েন্ট ১৩।

রোববার প্রথম ম্যাচে চিনেডু ম্যাথিউয়ের গোলে চট্টগ্রাম আবাহনীকে ১-০ ব্যবধানে হারায় আরামবাগ ক্রীড়া সংঘ। প্রথম পর্বে চট্টগ্রামের দলটিকে ২-০ গোলে হারিয়েছিল তারা।