আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপসে রোমানের ব্রোঞ্জ

আর্চারির বিশ্ব চ্যাম্পিয়নশিপস থেকে বাংলাদেশকে প্রথম পদক এনে দিলেন রোমান সানা। রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের এই আর্চার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2019, 02:20 PM
Updated : 16 June 2019, 05:30 PM

নেদারল্যান্ডসের সের্টোখোবসে রোববার ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ইতালির মাউরো নেসপোলিকে ৭-১ সেট পয়েন্টে হারান রোমান।

শুরুর দুই সেট যথাক্রমে ২৮-২৭, ২৯-২৮ পয়েন্টে জিতে এগিয়ে যান রোমান। তৃতীয় সেট ২৯-২৯ ড্র হয়। শেষ সেট ২৯-২৭ পয়েন্টে জিতেন রোমান।

এর আগে রোমান সেমি-ফাইনালে ওঠায় বাংলাদেশের একজন প্রতিযোগীর ২০২০ সালের টোকিও অলিম্পিকে খেলার সুযোগ নিশ্চিত হয়েছিল।

ব্রোঞ্জ জয়ের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে কোচ মার্টিন ফ্রেডারিখেরও প্রশংসা করেন সানা।

“নিজের অনুভূতি আমি ব্যাখ্যা করতে পারছি না। আমি ভীষণ খুশি। এটাই আমার আর্চারি ক্যারিয়ারের সেরা অর্জন।”

“তিনি (কোচ) আমাকে ভালো থেকে আরও ভালো করেছে। আমি মনে করি, তিনিই বিশ্বের সেরা কোচ। তার কারণে আমি এখানে।”