অনেক বছর পর আর্জেন্টিনাকে হারাতে পেরে উৎফুল্ল কলম্বিয়া

কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে হারানোর দারুণ সুযোগ কাজে লাগাতে পেরে খুশি দলটির অধিনায়ক রাদামেল ফালকাও আর ম্যাচের দ্বিতীয় গোলদাতা দুভান সাপাতা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2019, 06:27 AM
Updated : 16 June 2019, 07:29 AM

সালভাদরে বাংলাদেশ সময় রোববার ভোরে হওয়া কোপা আমেরিকার ‘বি’ গ্রুপের ম্যাচে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারায় কলম্বিয়া। ২০০৭ সালের পর এই প্রথম আর্জেন্টিনাকে হারালো দলটি।

৭১তম মিনিটে দারুণ কোনাকুনি শটে রজের মার্তিনেস কলম্বিয়াকে এগিয়ে নেওয়ার পর ৮৬তম মিনিটে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন সাপাতা। বাকিটা সময় ব্যবধান ধরে রেখে জেতার পর ফালকাও জানালেন চ্যালেঞ্জ জয়ের কথা।

“আর্জেন্টিনা সবসময় খুবই কঠিন প্রতিপক্ষ। তাদের আছে বিশ্বের সেরা খেলোয়াড়।”

“অনেক দিন পর তাদের প্রথম হারানোর চ্যালেঞ্জ ছিল। আমরা দল হিসেবে পরিণত হয়ে ওঠার পর্যায়ে আছি এবং আমরা জানতাম এটা আমাদের জন্য ভালো একটা সুযোগ।”

দীর্ঘদিন পর আর্জেন্টিনার বিপক্ষে জিতে দারুণ ‍খুশি ম্যাচের দ্বিতীয় গোলদাতা সাপাতা।

“জানতাম, অনেক আগে আমরা আর্জেন্টিনাকে শেষবার হারিয়েছিলাম। (এবার হারাতে পেরে) আমরা খুশি।”

“আমরা এই জয় উপভোগ করব। এটা দারুণ একটা ফল কিন্তু টুর্নামেন্ট এগিয়ে যাবে এবং এখনও অনেক কঠিন ম্যাচ বাকি রয়েছে।”