‘নার্ভাস’ ছিল ব্রাজিল

কোপা আমেরিকায় বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়ের নায়ক ফিলিপে কৌতিনিয়ো জানিয়েছেন, নিজেদের প্রথম ম্যাচ বলে তারা একটু নার্ভাস ছিলেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2019, 03:47 PM
Updated : 15 June 2019, 03:47 PM

সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে কৌতিনিয়োর জোড়া গোল ৩-০ ব্যবধানে জেতে ব্রাজিল। অপর গোলদাতা এভেরতন।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রথমার্ধের খেলায় ছিল না চেনা ছন্দ। এ কারণে বিরতির সময় সমর্থকদের দুয়ো শুনতে হয় তিতের শিষ্যদের।

ম্যাচ শেষে কৌতিনিয়ো জানান, পেনাল্টি থেকে প্রথম গোলটা পাওয়ার পর থেকে দল ঠিকঠাক খেলতে পেরেছে।

“বেশ কঠিন ম্যাচ ছিল। আমরা একটু নার্ভাস ছিলাম; কারণ এটা ছিল প্রথম ম্যাচ।”

“কিন্তু যখন আমরা প্রথম গোলটা করলাম, আমরা ঠিকঠাক খেলতে শুরু করলাম। আমরা মনোযোগ ধরে রেখেছিলাম এবং টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম।”

সমর্থকদের দুয়ো শোনাকে ‘খেলার অংশ’ হিসেবেই দেখছেন বার্সেলোনার এই অ্যাটাকিং মিডফিল্ডার।

“সমর্থকরা চায়, আমরা যেন ভালো খেলি। এসব থেকে নিজেদের আড়াল রেখে মূল লক্ষ্যের প্রতি মনোযোগী হতে হবে।”

সমর্থকদের দুয়ো দেওয়ার কারণটা বুঝতে পারছেন কৌতিনিয়োর সতীর্থ রিশার্লিসন।

“এটা স্বাভাবিক। সমর্থকরা গোল দেখতে চায় কিন্তু আমাদের শান্ত থাকতে হবে। প্রথমার্ধে একটু নার্ভাসনেস ছিল কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা ভালো পাস দিতে পেরেছিলাম এবং সহজে গোল করতে পেরেছিলাম। এখন পরের রাউন্ডে যাওয়ার জন্য আমাদেরকে পরের ম্যাচে দৃষ্টি দিতে হবে।” 

আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় সালভাদরে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ২০০৭ সালে সর্বশেষ কোপা আমেরিকার শিরোপার স্বাদ পাওয়া ব্রাজিল।