রিয়ালে ‘জাপানের মেসি’ কুবো

‘জাপানের মেসি’ বলে পরিচিত এফসি টোকিওর মিডফিল্ডার তাকেফুসা কুবোকে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2019, 05:03 PM
Updated : 14 June 2019, 05:03 PM

চলতি মাসের শুরুতে জাপান জাতীয় দলে অভিষেক হওয়া কুবোর দিকে একসময় চোখ রেখেছিল বার্সেলোনা। কোপা আমেরিকার জাপান দলে আছেন ১৮ বছর বয়সী এই তরুণ।

এক বিবৃতিতে রিয়াল জানায়, তাদের যুব দল কাস্তিয়ার হয়ে আগামী মৌসুমে স্পেনের তৃতীয় বিভাগে খেলবেন কুবো।

কুবোকে ‘দারুণ কৌশলী এবং খুবই দক্ষ আক্রমণাত্মক মিডফিল্ডার’ উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, “বিশ্ব ফুটবলের অন্যতম সেরা একজন ‍উদীয়মান প্রতিশ্রুতিশীল খেলোয়াড় দলে পাবে রিয়াল।”

স্পেনের দৈনিক মার্কা তাদের প্রতিবেদনে জানায়, কুবোকে পেতে এফসি টোকিওকে ২০ লাখ ইউরো দিবে রিয়াল। পাঁচ বছরের চুক্তিতে জাপানের এই তরুণকে প্রতিবছর রিয়াল ১০ লাখ ইউরো করে দেওয়ার প্রস্তাব দিয়েছিল।

কাস্তিয়ায় খেলার সময় রিয়ালের সিনিয়র দলে জিনেদিন জিদানের অধীনে অনুশীলন করবেন কুবো।