ধর্ষণের অভিযোগ নিয়ে তদন্তকারীদের সঙ্গে কথা বললেন নেইমার

সাও পাওলো পুলিশের কার্যালয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ নিয়ে তদন্তকারীদের প্রশ্নের উত্তর দিয়েছেন নেইমার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2019, 11:09 AM
Updated : 14 June 2019, 12:14 PM

বৃহস্পতিবার ক্র্যাচে ভর করে পুলিশ কার্যালয়ে যান চোট পেয়ে মাঠের বাইরে থাকা ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।

পুলিশ কার্যালয়ের সামনে সে সময় সেখানে বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। একদল সমর্থক নেইমারের পক্ষে চিৎকার করছিল।

আইনজীবীদের নিয়ে পুলিশ কার্যালয়ে যাওয়া নেইমার অন্যায় কিছু করার কথা অস্বীকার করেন।

নেইমারের বিরুদ্ধে ধর্ষণে অভিযোগ করা নারী গত সপ্তাহে পুলিশের সঙ্গে কথা বলেছিলেন। অভিযোগকারীর অনুমতি না নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যক্তিগত ছবি প্রকাশ করার কারণে রিও দে জেনেইরোর পুলিশ নেইমারের বিরুদ্ধে আলাদা তদন্ত করছে।

সাও পাওলো পুলিশ স্টেশনে ঘণ্টা পাঁচেক কাটানো নেইমার চলে যাওয়ার আগে ছোটখাট একটা বিবৃতি দেন।

“এ পর্যন্ত আমি যেসব বার্তা পেয়েছি, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি খুবই শান্ত আছি, আগে বা পরে সত্য প্রকাশিত হবে। এই মামলা নিয়ে এ মুহূর্তে আমাদের একটাই চাওয়া, এটা যেন যত দ্রুত সম্ভব শেষ হয়।”

নেইমার চলে যাওয়ার আগে প্রসিকিউটর জানান, পিএসজি ফরোয়ার্ড তাদের প্রয়োজনীয় সব প্রশ্নের উত্তর দিয়েছেন।

২৬ বছর বয়সী নাজিলা ত্রিনদাদে মেন্দেস দি সৌজা নামের ওই নারী বৃহস্পতিবার মামলা চালানোর জন্য চতুর্থ আইনজীবী নিয়োগ করার কথা জানান। মামলা পরিচালনা থেকে তার আগের তিন আইনজীবী সরে দাঁড়িয়েছেন।