চেলসি থেকে ইউভেন্তুসে যাচ্ছেন কোচ সাররি

চেলসি ছেড়ে ইউভেন্তুসের দায়িত্ব নিতে যাচ্ছেন মাওরিসিও সাররি। ইতালিয়ান এই কোচের বিষয়ে চুক্তি করা নিয়ে দুই ক্লাব নীতিগতভাবে ঐক্যমত্যে পৌঁছেছে বলে স্কাই ইতালিয়া ও বিবিসি জানিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2019, 09:41 AM
Updated : 14 June 2019, 12:11 PM

এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা দেয়নি কোনো ক্লাবই।

স্কাই ইতালিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইউভেন্তুসের সঙ্গে তিন বছরের চুক্তি করতে পারেন সাররি।

গত মৌসুম শেষে তুরিন ছাড়েন ইউভেন্তুসকে টানা পাঁচ মৌসুম সেরি আ জেতানো কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।

স্কাই ইতালিয়া ও বিবিসি জানায়, শুক্রবার আনুষ্ঠানিকভাবে সাররিকে ইউভেন্তুসের কোচ হিসেবে ঘোষণা করা হবে। চেলসির সঙ্গে সাররির চুক্তি শেষ হওয়া আগেই তাকে নেওয়ার জন্য ৫০ লাখ পাউন্ড ক্ষতিপূরণ দিবে ইউভেন্তুস।

২০১৮ সালের জুলাইয়ে ইতালির ক্লাব নাপোলি থেকে চেলসিতে আসেন ৬০ বছর বয়সী সাররি। গত মৌসুমে তৃতীয় স্থানে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করার পাশাপাশি আর্সেনালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপা লিগ শিরোপা জেতে চেলসি।