লিওঁ থেকে রিয়ালে ডিফেন্ডার মঁদি

ফ্রান্সের ক্লাব লিওঁ থেকে ফরাসি ডিফেন্ডার ফেরলঁদ মঁদিকে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2019, 09:03 PM
Updated : 13 June 2019, 09:35 AM

ক্লাবের ওয়েবসাইটে বুধবার দেওয়া বিজ্ঞপ্তিতে ২৪ বছর বয়সী এই লেফট-ব্যাকের সঙ্গে ছয় বছর চুক্তি করা হয়েছে বলে জানায় রিয়াল।

তার ট্রান্সফার ফির বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত দুই মৌসুমে লিগ ওয়ানের সেরা লেফট-ব্যাক নির্বাচিত হওয়া মঁদিকে কিনতে পাঁচ কোটি ইউরো গুণতে হয়েছে মাদ্রিদের ক্লাবটিকে।

পিএসজির যুব দল থেকে উঠে আসা মঁদি ২০১৭ সালে লিওঁতে যোগ দেন। গত দুই মৌসুমে ক্লাবটির হয়ে মোট ৭৯টি ম্যাচ খেলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে দলটির শেষ ষোলো পর্যন্ত পথচলায় সবকটি ম্যাচে খেলেন এই ফুটবলার।

গত নভেম্বরে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া মঁদি এখন পর্যন্ত ফ্রান্স জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। মঙ্গলবার ইউরো বাছাইপর্বে অ্যান্ডোরার বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের ৪-০ গোলে জেতা ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি।

চলতি দল-বদলে এরই মধ্যে চেলসি থেকে বেলজিয়ান ফরোয়ার্ড এদেন আজার ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে সার্বিয়ান স্ট্রাইকার লুকা ইয়োভিচকে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ। আর গত মার্চে পোর্তোর ডিফেন্ডার এদের মিলিতাওকে চুক্তিভুক্ত করে ইউরোপের সফলতম ক্লাবটি।